ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু

চট্টগ্রাম: অস্ত্র মামলায় দশ বছর কারাদণ্ডপ্রাপ্ত মো. কালু মিয়া প্রকাশ কালু (৭৮) নামে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এক কয়েদির মৃত্যু হয়েছে।  

সোমবার (১০ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়।

 

মো. কালু মিয়া প্রকাশ কালু (৭৮), আনোয়ারা উপজেলার বারকাত দক্ষিণ পাড়ার মাদানীর বাড়ির মোখলেছুর রহমানের ছেলে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কয়েদি নম্বর ২৪২২/এ।

 

এর আগে মো. কালু মিয়া ২০২২ সালের ২ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়ে ছিলেন বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ।  

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার ইব্রাহীম বাংলানিউজকে বলেন, সোমবার বিকেলে কারাগারের ভেতরেই মো. কালু মিয়া অসুস্থ হয়ে পড়েন। কারা হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে বিকেল চার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেল সাড়ে চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।  

তিনি আরও বলেন, কর্ণফুলী থানার অস্ত্র মামলায় দশ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন মো. কালু মিয়া। ২০২২ সালের ১৬ মে থেকে মো. কালু মিয়া কারাগারে ছিলেন। গত অক্টোবর মাসে অসুস্থ থাকাই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল মঙ্গলবার মো. কালু মিয়ার স্বজনদের কাছে মরদেহ হস্তান্ত করা হবে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।