ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নগরে পানি সংকট নিরসনে বসছে আরও একটি নলকূপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
নগরে পানি সংকট নিরসনে বসছে আরও একটি নলকূপ

চট্টগ্রাম: শুষ্ক মৌসুমে নগরে পানি সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। সংকট সমাধানে নতুন করে আরও একটি গভীর নলকূপ বসানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা।

 

নগরের আকবরশাহ এলাকার কৈবল্যধামে হাউজিংয়ে বসানো হবে এ নলকূপ।  

আগামী এক মাসের মধ্যে কাজ শুরু হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম।

 

তিনি বাংলানিউজকে জানান, নলকূপ বসানো ব্যাপারে দরপত্র আহ্বান করার পর গতকাল (সোমবার) দরপত্র খোলা হয়েছে। এখন যাচাই-বাছাই করা হচ্ছে। যাবতীয় প্রক্রিয়াশেষে আগামী এক মাসের মধ্যে নলকূপটি চালু হলে দৈনিক পানি উৎপাদন হবে প্রায় ২৪ লাখ লিটার। সবগুলো পানি ওই আবাসিকে সরবরাহ করা হবে।

প্রসঙ্গত, কৈবল্যধাম হাউজিং এ ওয়াসার আরও ৬টি গভীর নলকূপ রয়েছে। কিন্তু পানি সংকট থেকে যাওয়ায় নতুন করে আরও একটি গভীর নলকূপ বসানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।