ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চসিকের মশা নিধনে কার্যকারী পদক্ষেপ নেই: ডা. শাহাদাত 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
চসিকের মশা নিধনে কার্যকারী পদক্ষেপ নেই: ডা. শাহাদাত 

চট্টগ্রাম: মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরবাসী নাগরিক সেবা  থেকে বঞ্চিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) কোনো উন্নয়ন নেই।

মশার উপদ্রবে নগরবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। নগরের নালা-নর্দমা ও খাল আবর্জনার ভরে আছে।
মশা নিধনের কোনো কার্যকারী পদক্ষেপ নেই চসিকের। শুধু তারা মানুষের কাছ থেকে কিভাবে কর আদায় করবে, হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করবে এই পায়তারায় আছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে বাকলিয়া থানা যুবদলের উদ্যোগে পশ্চিম বাকলিয়ায় ইফতার  বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাকলিয়া থানা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন লেদুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ সেকান্দর মিয়া, সাধারণ সম্পাদক হাজী এমরান উদ্দীন, মহানগর যুবদলের সহ সভাপতি নাসির উদ্দীন চৌধুরী নাছিম, মারুফুল হক চৌধুরী মারুফ, পাঁচলাইশ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।