ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হারিয়ে যাওয়া শিশুকে ফিরিয়ে দিলেন রিকশাচালক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
হারিয়ে যাওয়া শিশুকে ফিরিয়ে দিলেন রিকশাচালক ...

চট্টগ্রাম: নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা থেকে হারিয়ে যাওয়া ৪ বছরের শিশু আফজারকে মা-বাবার কাছে ফিরিয়ে দিয়েছেন এক রিকশাচালক।

শনিবার (১৫ এপ্রিল) সকালে শিশুটিকে থানায় নিয়ে আসেন রিকশাচালক শওকত আলী মুন্সি।

চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লক থেকে শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় শিশুটি হারিয়ে গিয়েছিল। এরপর খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে শিশুটির বাবা মো. আফতাব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

রিকশাচালক শওকত আলী মুন্সি বলেন, রাতে সিএন্ডবি এলাকায় ওই শিশুকে একাকি কান্না করতে করতে হাঁটতে দেখে বাসায় নিয়ে আসি। রাতে স্ত্রীর সহায়তায় খাবার খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে রাখার চেষ্টা করেছি। সকালে আমরা শিশুটিকে থানায় আসি।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, শুক্রবার রাতে ওই রিকশাচালক শিশুটিকে খুঁজে পেয়ে তার বাসায় নিয়ে যান। শনিবার সকালে স্ত্রীসহ থানায় এসে তারা শিশুটিকে আমাদের হাতে তুলে দেন। পরে শিশু আফজারকে তার মা-বাবার কাছে হস্তান্তর করা হয়।

হারানো সন্তানকে ফিরে পেয়ে মো. আফতাব রিকশাচালক শওকত আলী মুন্সি ও তাঁর স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।