ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চমেক হাসপাতাল থেকে দুই দালাল আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
চমেক হাসপাতাল থেকে দুই দালাল আটক ...

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের গাইনী ওয়ার্ড থেকে দুই দালালকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ এপ্রিল) সকালে হাসপাতালের ৩৩ নম্বর গাইনী ওয়ার্ড থেকে তাদের আটক করা হয় বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক।

আটককৃতরা হলেন- রাজীব বৈদ্য (৩২) ও শুভ দাস (২০)।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক বাংলানিউজকে বলেন, সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই দুই ব্যক্তি।

তারা রোগীদের বিভিন্নভাবে হয়রানি করতো। বুধবার সকালে তাদের গাইনী ওয়ার্ড থেকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ গত ২০ এপ্রিল সরকারি ওষুধ চুরি করে নিয়ে যাওয়ার সময় চমেক হাসপাতালের এক কর্মচারীকে গ্রেফতার করে পুলিশ। রতন দত্ত নামে ওই কর্মচারীও চমেক হাসপাতালের ৩৩ নম্বর গাইনী ওয়ার্ডের অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন। এছাড়া  ২৫ এপ্রিল একই ওয়ার্ড থেকে কামরুল ইসলামের প্রচেষ্টায় ওয়ার্ডের ভেতর থেকে সজল চৌধুরী তুফান নামের আরও এক দালালকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।