ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিআইইউতে ভর্তি পরীক্ষা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, মে ৭, ২০২৩
সিআইইউতে ভর্তি পরীক্ষা ...

চট্টগ্রাম: বেড়েছে গরম। সব বাধা আর সংশয় ছেড়ে যথাসময়ে হাজির হয়েছেন শিক্ষার্থীরা।

আনন্দমুখর পরিবেশে কেউ লিখে চলেছেন প্রশ্নের উত্তর, কেউবা ভাবছেন জবাব নিয়ে।

রোববার (৭ মে) চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) ২০২৩ এর সামার সেমিস্টারে ভর্তি পরীক্ষার চিত্র ছিল এমনই।

নগরের জামালখানের সিআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এই ভর্তি পরীক্ষা।

সকাল ১০টায় রোদ উপেক্ষা করে ক্যাম্পাসে আসতে থাকেন শহরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। সন্তানরা যখন ব্যস্ত পরীক্ষার হলে, তখন ওয়েটিং রুমে অপেক্ষায় ছিলেন অভিভাবকরা। সকাল সাড়ে ১১টায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর চূড়ান্তভাবে উত্তীর্ণরা অংশ নেন সাক্ষাৎকারে।

এর আগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ক্যাম্পাসে স্বাগত জানান সিআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী। তিনি বলেন, ভর্তি পরীক্ষা মানেই নিজের সঙ্গে নিজের লড়াই। সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা।  

সকালে পরীক্ষা শুরুর পর পরীক্ষার হল ঘুরে দেখেন বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, একই অনুষদের শিক্ষক অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এর ডিন ড. শাহ আহমেদ, স্কুল অব ল’র ডিন ড. মো. বেলায়েত হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক সরকার কামরুল মামুন, রেজিস্ট্রার আনজুমান বানু লিমা, কাউন্সিল অ্যাফেয়ার্স সেকশনের ইনচার্জ রুমা দাশ প্রমুখ।  

ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া ইজাজ নামের একজন শিক্ষার্থী বলেন, দুটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ফরম নিয়েছিলাম। ভর্তি পরীক্ষার পর সিআইইউ ক্যাম্পাসের পরিবেশ দেখে খুব ভালো লাগলো। আশা করছি এখানে শিক্ষাজীবনের বড় পাঠটা শেষ করে যেতে পারবো।

একই রকম অনুভূতি ব্যক্ত করেছেন তুহিন, আকরাম, সোহানা নামের কয়েকজন ভর্তিচ্ছু শিক্ষার্থী।  

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মে ০৭, ২০২৩ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।