ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

যৌতুকের মামলায় কারাগারে আইনজীবী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, মে ২১, ২০২৩
যৌতুকের মামলায় কারাগারে আইনজীবী  ...

চট্টগ্রাম: যৌতুক নিরোধ আইনে স্ত্রীর মামলায় এক আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।  

রোববার (২১ মে) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব এর আদালত এই আদেশ দেন।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য শুভ ধর (৩৮) পটিয়ার ছনহরা এলাকার দেবেন্দ্র মাস্টার বাড়ির অশোক কুমার ধরের ছেলে।  

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন লিগ্যাল এইডের আইনজীবী অ্যাডভোকেট পপি বিশ্বাস।

আদালত সূত্রে জানা যায়, হিন্দু শাস্ত্রবিধি মেনে ৮০০ জন বরযাত্রী আপ্যায়ন, সামাজিক আচার অনুষ্ঠানের মাধ্যমে বাঁশখালী উপজেলার এক তরুণীর সঙ্গে ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি শুভ ধরের বিবাহ অনুষ্ঠিত হয়। বিবাহ পরবর্তী স্ত্রীকে নিয়ে শুভ ধর তার বোনের বাসায় থাকতে শুরু করেন। সেখানে দাম্পত্য জীবনে তাদের একটি পুত্র সন্তান হয়। পরবর্তীতে যৌতুকের দাবিতে স্বামী, স্বামীর বোন, বোনের জামাই, শ্বশুর, শাশুড়ি বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করে। কারণে-অকারণে গায়ে হাত তোলে। এমনকি নিয়মিত পুত্রের ভরন-পোষণ দেননি। এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী লিগ্যাল এইড এর সহযোগিতায় আদালতে মামলা করেন।

আদালতের বেঞ্চ সহকারী এ এস এম নূরে খোদা বাংলানিউজকে বলেন, যৌতুকের মামলায় আইনজীবী শুভ ধর রোববার (২১ মে) আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মে ২১, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।