ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আ. লীগ সরকারের আমলেই হয়েছে স্বাস্থ্য খাতে প্রকৃত উন্নয়ন: বিএমএ সভাপতি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, জুন ৩, ২০২৩
আ. লীগ সরকারের আমলেই  হয়েছে স্বাস্থ্য খাতে প্রকৃত উন্নয়ন: বিএমএ সভাপতি

চট্টগ্রাম: আওয়ামী লীগ সরকারের আমলেই স্বাস্থ্য খাতে প্রকৃত উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।  

শুক্রবার (২ জুন) রাতে চট্টগ্রাম ক্লাবে শিশু স্বাস্থ্য বিভাগের চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন (বিপিএ) চট্টগ্রাম শাখার আয়োজিত অভিষেক ও ফ্যামেলি নাইট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে পূণরায় শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে মুক্তিযুদ্ধের পক্ষের চিকিৎসকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

২১ বছর যারা দেশ পরিচালনা করেছিলো, তারা চিকিৎসক তো দূরের কথা দেশে জন্যও কিছু করে নি। বরং নিজেদের আখের গুছিয়েছেন। অথচ বর্তমান সরকার দেশের দায়িত্ব গ্রহণের পর চিকিৎসকদের জন্য অনেক কিছু করেছেন। স্বাস্থ্যখাতে অনেক উন্নয়ন করেছেন। যার দৃশ্যমান ছিল কোভিড মহামারি সময়কালে। স্বাস্থ্যখাতের উন্নয়ন আর চিকিৎসকদের আন্তরিকতার কারণে শক্তহাতে কোভিড মোকাবেলা করতে সক্ষম হয়েছি আমরা।  

স্বাধীনতাবিরোধী শক্তির অপতৎপরতার বিরুদ্ধে চিকিৎসক সমাজকে সজাগ থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর এ সদস্য আরও বলেন, বর্তমান সরকার ইতোপূর্বে চিকিৎসকদের অনেক দাবি পূরণ করেছেন। আরও অনেক দাবি আছে চিকিৎসকদের, সব দাবি নিয়ে প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গে আবারও কথা বলবো। আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রী দাবি পূরণ করবেন। চিকিৎসকদের দাবি পূরণে আগামীবার আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে।  

বিপিএ চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জনের (বিসিপিএস) সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শাহিদুল্লাহ, বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. মো. জাহিদ হোসাইন, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম।  

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএমএ সহ সভাপতি ডা. সেখ শফিউল আজম, বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক, বিপিএ চট্টগ্রাম শাখার সেক্রেটারি ডা. চৌধুরী চিরঞ্জীব বড়ুয়া, আয়োজক কমিটির আহবায়ক সনত কুমার বড়ুয়া। অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. মোহাম্মদ শরীফ, স্বাচিপের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো শামীম আহসান, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. হাফিজুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া প্রমুখ।

অনুষ্ঠানে চট্টগ্রামের ৬ গুণী চিকিৎসককে আজীবন সম্মাননা প্রদান করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মে ০৩, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।