ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ফের ট্রেন-ট্রাকের সংঘর্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
চট্টগ্রামে ফের ট্রেন-ট্রাকের সংঘর্ষ ...

চট্টগ্রাম: নগরের বন্দর এলাকায় ট্রেন ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাক চালক আহত হয়েছেন বলে জানা গেছে।

 

শুক্রবার (২৩ জুন) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই রুটে গত ৫ মাসে এ নিয়ে চারবার বার ট্রেন-ট্রাকের সংঘর্ষ এবং ট্রেন লাইচ্যুতের ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে পদ্মা মেঘনা যমুনা ওয়েলের থেকে তেল আনতে যাচ্ছিল ট্রেনের একটি ইঞ্জিন। এসময় দ্রুতগামী একটি ট্রাক এসে ইঞ্জিনটিকে ধাক্কা দিয়ে উল্টে যায়।  

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম বলেন, খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে পাওয়া যায়নি।  

এর আগে গত ৮ জুন বন্দর এলাকায় তেলবাহী ট্রেন ও ট্রাকের সংঘর্ষে মোয়াজ্জেম হোসেন লাভলু নামে এক পাঠাও চালকের মৃত্যু হয়। এরই ধারাবাহিকতায় গত ৬ এপ্রিল তেলবাহী ওয়াগনের সাথে কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে এবং ১৫ ফেব্রুয়ারি সিজিপিওয়াই প্রবেশের পথে লাইনচ্যুত হয়ে বিপুল পরিমাণ ডিজেল পড়ে যায়।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জুন ২৩, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।