ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শেষ দিনে বেচাকেনার ধুম, চাহিদা বেশি ছোট গরুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
শেষ দিনে বেচাকেনার ধুম, চাহিদা বেশি ছোট গরুর ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: শেষ সময়ে নগরের গরুর হাটগুলোতে পড়েছে বেচাকেনার ধুম। কোরবানি পশুর দরদাম করতে বা দেখতেই ব্যস্ত সবাই।

এমনও হয়েছে প্রথম দেখাতেই অনেকে কিনছেন গরু।  

বুধবার (২৮ জুন) বিকেলে নগরের নগরের স্থায়ী হাট সাগরিকা বাজার, বিবিরহাট, কর্ণফুলী গরুবাজার, সল্টগোলা রেলক্রসিং-সংলগ্ন হাট ও দক্ষিণ পতেঙ্গার বাটারফ্লাই পার্কসংলগ্ন খালি মাঠ ও পতেঙ্গা লিংক রোড সংলগ্ন খেজুর তলা মাঠের গরুর বাজারে ঘুরে দেখা মিললো এমন দৃশ্যের।

ব্যাপারীরা জানিয়েছেন, শুরুতে বিক্রি তেমন ভালো না হলেও মঙ্গলবার থেকে বেড়েছে ক্রেতাদেন সমাগম। তবে এ বছর বড় গরুর চেয়ে ছোট গরুর দিকেই বেশি ঝুঁকছেন ক্রেতারা।

উত্তরবঙ্গ থেকে বিবিরহাট গরুর বাজারে ২০ টি গরু এনে ছিলেন ব্যাবসায়ী নুরুল আলম।

তিনি বাংলানিউজকে বলেন, কুরবানির দিন যত ঘনিয়ে আসছে ততই ক্রেতাদের আনাগোনা বেড়ে যায়৷ মঙ্গলবার থেকে আজ পর্যন্ত সবচেয়ে বেশি গরু বিক্রি হয়েছে। আমার ২০টা গরুর মধ্যে এ পর্যন্ত ১৮টি গরু বিক্রি হয়েছে গেছে, আর মাত্র ২ টি গরু আছে। আশাকরি সন্ধ্যার সেগুলো বিক্রি হয়ে যাবে।

বড় গরু যারা কেনেন, তারা এবার বিভিন্ন অ্যাগ্রো ফার্মের দিকেই ছুটছেন বলে দাবি এ গরু ব্যাপারীর।  

বিবির হাট বাজার সংশ্লিষ্টরা জানান, আড়াই থেকে সাড়ে তিন মন ওজনের দেশি গরু ৫০ হাজার থেকে ৬০ হাজার, চার মন থেকে পাঁচ মন ওজনের গরু ৭০ থেকে ৯০ হাজার, পাঁচ মন থেকে আট মন ওজনের গরু এক লাখ থেকে এক লাখ ২০ হাজারে বিক্রি হচ্ছে।

চাহিদা বাড়তি থাকায় বিক্রেতারা ছোট গরুর দাম তুলনামূলক বেশি দাবি করলেও বড় গরু তুলনামূলক কম দামেই মিলছে  এ হাটে। দশ থেকে বারো মন ওজনের বেশি গরু মিলছে দুই লাখ থেকে আড়াই লাখে।

নগরের বিবির হাট রেল লাইনের পাশে বসেছে বিশাল ছাগলের বাজার। সেখানেও ছিলো ক্রেতাদের ভিড়।  

৮০ হাজার টাকা দামে গরু কিনেছেন মুরাদপুর এলাকার বাসিন্দা আকরাম হোসেন। তিনি বাংলানিউজকে বলেন, পরিবারের অনেকেই গরুর পাশাপাশি ছাগল পছন্দ করেন। তাই ছাগল কিনতে এসেছি। বাজারে ছোট ছাগলের দামও চড়া। আট কেজি ওজনের একটি ছাগলের দাম চাইছেন ১৫ হাজার টাকা!

মোহাম্মদ শাহাজাহান। রাজশাহীতে সরকারি চাকুরী করেন। ঈদের ছুটিতে আজকে চট্টগ্রাম এসেছেন। তাড়াহুড়ো করে নগরের মইজ্জার টেক গরুর বাজারে কোরবানির গরু কিনতে এসেছেন । তিনি বাংলানিউজকে বলেন, আমি চাকুরী থেকে আসতে দেরি হওয়ায় এক বন্ধুকে গরু কিনতে দায়িত্ব দিয়েছিলাম। কিন্তু সে কাঙ্ক্ষিত গরুটি মেলাতে পারিনি। আমি আজকে অনেক গরুর বাজার ঘুরে মইজ্জার টেক গরুর বাজার থেকে ৯০ হাজার টাকা দামে এ গরুটি কিনেছি।

বিবিরহাট বাজারের ইজারাদার সোহেল রেজা বাংলানিউজকে বলেন, গরু বেচাকেনা অনেক বেড়েছে। আগের মতো না ঘুরে প্রথম দেখাতেই গরু কিনছেন ক্রেতারা।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুন ২৮, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।