ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নানুপুরে সেগুন কাঠবোঝাই মিনিট্রাক জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
নানুপুরে সেগুন কাঠবোঝাই মিনিট্রাক জব্দ ...

চট্টগ্রাম: বন বিভাগ হাটহাজারী রেঞ্জ এর অভিযানে সেগুন গোলকাঠ বোঝাই একটি মিনিট্রাক জব্দ করা হয়েছে।

শনিবার (৮ জুলাই) রাত ১১টার দিকে ফটিকছড়ি উপজেলার গহিরা-ফটিকছড়ি সড়কের নানুপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, স্টেশন কর্মকর্তা মো. রাজীব উদ্দীন ইব্রাহীম।

হাটহাজারী রেঞ্জ সূত্রে জানা যায়, নিয়মিত টহল অভিযানের অংশ হিসেবে গোপন সূত্রে প্রাপ্ত তথ্য মোতাবেক নানুপুর এলাকায় বনজদ্রব্য বোঝাই ১টি মিনিট্রাক (চট্টগ্রাম: ন-১১-০১০৪) সংকেত দিয়ে থামানো হয়।

কোনও বৈধ কাগজপত্র ও চলাচল পাস না পাওয়ায় সেগুন গোলকাঠ বোঝাই গাড়িটি জব্দ করা হয়। এসময় চালক ও হেলপার কৌশলে পালিয়ে যায়।  

জব্দকৃত কাঠ ও মিনিট্রাক হাটহাজারী রেঞ্জ হেফাজতে রাখা হয়েছে এবং এ ব্যাপারে মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন হাটহাজারী স্টেশন কর্মকর্তা মো. রাজীব উদ্দীন ইব্রাহীম।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার রেঞ্জ কর্মকর্তাসহ অভিযানের সাথে সংশ্লিষ্ট সকলকে অবৈধ কাঠ পাচার রোধে সাঁড়াশি অভিযান পরিচালনা করার নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।