ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শহীদ গোলাম নুর টুকুর নামে সড়ক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
শহীদ গোলাম নুর টুকুর নামে সড়ক ...

চট্টগ্রাম: ১৯৯৬ সালের অসহযোগ আন্দোলনে শহীদ যুবলীগ নেতা গোলাম নুর টুকুর নামে সড়কের নামকরণ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।  

নগরের ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ডের ধনিয়ালাপাড়ায় 'শহীদ গোলাম নুর টুকু বাইলেইন সড়ক'র নামফলক উন্মোচন করেন মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন দোস্ত মোহাম্মদ,কাউন্সিলর মোহাম্মদ জাবেদ, চসিকের নির্বাহী প্রকৌশলী আবু  ছিদ্দিক, ইদ্রিস কাজেমী, ওহিদুর রহমান মহসিন, হাজি ইব্রাহীম, আনোয়ার মাস্টার হুমায়ুন কবির, মোহাম্মদ ইলিয়াস, আশরাফ উদ্দিন শাহীন, মনোয়ার আলী রানা প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, ১৯৯৬ সালের ১৭ মার্চ নগর আওয়ামী লীগের ঘোষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও অসহযোগ আন্দোলনের সমর্থনে চৌমুহনী মোড়ে পথসভা শেষে, সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম নূর টুকুকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করা হয়।

গোলাম নুর টুকু ছিলেন ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাজা মিয়া সওদাগরের ছেলে।
 
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।