ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৫ বছর পর চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের বিভাগ ভিত্তিক কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
৫ বছর পর চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের বিভাগ ভিত্তিক কমিটি ...

চট্টগ্রাম: চট্টগ্রাম কলেজে বিভাগ ভিত্তিক কমিটির অনুমোদন দিয়েছে ছাত্রলীগ। কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণার ৫ বছর পর নতুন পূর্ণাঙ্গ কমিটিতে ৩০ জনকে অর্ন্তভুক্ত করা হয়েছে।

এছাড়াও চট্টগ্রাম কলেজের ১৮টি বিভাগের মধ্যে ৯টি বিভাগে কমিটি ঘোষণা করা হয়। বিভাগগুলো হলো, ইংরেজি, অর্থনীতি, ডিগ্রি, সমাজবিজ্ঞান, গণিত, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, মনোবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান ও ইতিহাস।

গত ২৯ জুলাই চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের স্বাক্ষরে এসব কমিটি ঘোষণা করা হয়।

চট্টগ্রাম কলেজে নতুন করে সহ সভাপতি করা হয়েছে, অনিক সোহেল, কনিক বড়ুয়া, বিশ্বজিৎ শর্মা, শরফুল ইসলাম মাহি, জাহিদ হাসান সাইমুন, সাজ্জাদ মোহাম্মদ আবদুল্লাহ্, আজাহার উদ্দিন শাকের, হেলাল উদ্দিন, রাকিব ইসলাম সাইক, মামুনুর রশিদ নীরব। যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জিয়া উদ্দিন আরমান, আব্দুল্লাহ্ আল সাইমুন, মনির উদ্দিন রেহান। সাংগঠনিক সম্পাদক হলেন অর্ণব দেব, সাফায়েত হোসেন রাজু, ওয়াহিদুর রহমান সুজন, মো. রাশেদুর রহমান। দপ্তরের দায়িত্বে মো. জামশেদ উদ্দিন, অর্থ সম্পাদক আব্দুল মালেক রুমী, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোস্তফা আমান এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক হলেন মবিনুল ইসলাম মুবিন।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বাংলানিউজকে বলেন, মৌলবাদী সংগঠন শিবির এই কলেজ দখল করে অরাজকতা চালিয়েছিল পুরো চট্টগ্রামে। এই সময়ে কোনো ছাত্রসংগঠন রাজনীতি করতে পারেনি। ফলে দীর্ঘদিন ধরে কমিটি ছিল না। এবার কলেজ কমিটির পর আমরা বিভাগ ভিত্তিক কমিটি ঘোষণা করেছি।

এতে করে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বঙ্গবন্ধুর আদর্শ আরও ব্যাপকভাবে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে পারবো বলে আমরা আশাবাদী। পাশাপাশি আগামী নির্বাচন ঘিরে মাথাচাড়া দিয়ে উঠা দেশবিরোধী শক্তিকে মোকাবেলায় কলেজ ছাত্রলীগ সবার আগে রাজপথে থাকবে।

২০১৫ সালে ১৬ ডিসেম্বর কলেজ ক্যাম্পাস থেকে শিবির উৎখাত করে ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেয় ছাত্রলীগ। এরপর ২০১৮ সালের সেপ্টেম্বরে মাহমুদুল করিমকে সভাপতি ও সুভাষ মল্লিক সবুজকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।