ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিআরটিএতে দালাল আটক, কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, আগস্ট ২, ২০২৩
বিআরটিএতে দালাল আটক, কারাদণ্ড আটক দালাল

চট্টগ্রাম: বিআরটিএতে কমল কান্তি দে (৪৫) নামে এক দালালকে হাতেহাতে আটক করা হয়েছে। পরে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে দশ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

 

বুধবার (২ আগস্ট) বিকালে বিআরটিএ চত্বরে অভিযান পরিচালনা তাকে আটক করা হয়। আটক কমল রাউজান উপজেলার রবীন্দ্র লাল দে এর ছেলে।

 

আটক কমল বিআরটিএ একশ্রেণীর অসাধু কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগসাজশে নিয়মিত তদবির করতো। যা তার কললিস্ট চেক করে সত্যতা পাওয়া যায়।

বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বাংলানিউজকে  বলেন, বিআরটিএ চত্বরে ভ্রাম্যমান আদালত চালানোর সময় হাতেনাতে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে দুটি ড্রাইভিং লাইসেন্স ও একটি মালিকানা কাগজ জব্দ করা হয়। তাকে দশ দিনের কারাদন্ড দিয়ে পুলিশের কাছে সৌপর্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ২, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।