ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলীতে পিডিবির অভিযান, ১০ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩
কর্ণফুলীতে পিডিবির অভিযান, ১০ লাখ টাকা জরিমানা ...

চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটার ইছানগর ও শিকলবাহার মাস্টার হাট এলাকার ভ্রাম্যমাণ বিদ্যুৎ আদালতের অভিযানে ১০ লাখ ৭ হাজার ৭৪৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ২টি বকেয়া বিল অনাদায়ে ও ৬টি অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়ার অপরাধে ৮টি মামলা দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আইরিন পারভীন।

এ সময় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবির) বিদ্যুৎ বিতরণ বিভাগের পটিয়া অফিসের নির্বাহী প্রকৌশলী ইসমাইল হোসাইন, সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

 

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আইরিন পারভীন বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধ ও দেশের সম্পদ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।