ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভারতে রপ্তানি শুল্কের খবরে পেঁয়াজের দাম বাড়লো ১৫-১৮ টাকা  

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
ভারতে রপ্তানি শুল্কের খবরে পেঁয়াজের দাম বাড়লো ১৫-১৮ টাকা   ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: পেঁয়াজ রপ্তানিতে ভারতে শুল্ক আরোপের খবরে খাতুনগঞ্জের আড়তে একদিনের ব্যবধানে কেজিপ্রতি দাম বেড়েছে ১৫-১৮ টাকা। খুচরা মুদির দোকানে প্রতি কেজি পেঁয়াজের দাম ৬৫-৭০ টাকা।

রোববার (২০ আগস্ট) দুপুরে সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা গেছে। অনেক আড়তে বেশি দামে বিক্রির আশায় ভালো মানের পেঁয়াজ বিক্রি বন্ধ রাখা হয়েছে।

মেসার্স বাচা মিয়া নামের আড়তের ম্যানেজার বাংলানিউজকে বলেন, মানভেদে ভারতের পেঁয়াজ প্রতিকেজি ৫৮-৬৫ টাকা বিক্রি হচ্ছে। শনিবার এ পেঁয়াজ বিক্রি হয়েছিল ৪৫ টাকা।

তিনি জানান, পেঁয়াজ স্থলবন্দর কেন্দ্রিক ব্যবসায়ীরা ভারত থেকে আমদানি করেন। বেপারিরা খাতুনগঞ্জের আড়তে আনেন বা পৌঁছে দেন। তাদের নির্ধারিত দামে কমিশনের ভিত্তিতে আড়তে বিক্রি হয়।

নতুন শুল্কহারযুক্ত ভারতের পেঁয়াজ চট্টগ্রাম আসার আগেই দাম বাড়ানো প্রসঙ্গে একজন আড়তদার বলেন, পেঁয়াজ পচনশীল পণ্য। প্রতি বস্তায় অনেক পচা গলা পেঁয়াজ থাকে। হিলিতে দাম বাড়ায় আড়তেও দাম বেড়েছে। চট্টগ্রামের বাজারে দেশি পেঁয়াজ খুব একটা নেই।

পেঁয়াজ কিনতে আসা মুদি দোকানি আহমদ উল্লাহ বলেন, প্রতি রোববার খাতুনগঞ্জে আসি পাইকারি কিনতে। পেঁয়াজের দাম বেড়েছে রাতারাতি। খুচরায় রেগুলার কাস্টমারকে বুঝ দিতেই ৫৮ টাকায় কিনলাম। ৬৫ টাকা পড়তা পড়বে।

মোমিন সড়কের মেসার্স হক স্টোরে প্রতিকেজি বড় ও ভালোমানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।