ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
চট্টগ্রামে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু  ...

চট্টগ্রাম: ভারি বর্ষণে নগরের ষোলশহরে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে।

রোববার (২৭ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে পাঁচলাইশ থানাধীন ষোলশহর এলাকার আইডব্লিউ কলোনির ভিতরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. সোহেল (৩৫) ও বিবি জান্নাত (৭ মাস)।

বায়েজিদ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা বাংলানিউজকে বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৪ জনকে মাটি চাপা পড়া অবস্থায় উদ্ধার করি।

চারজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান চলছে।  

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বাংলানিউজকে বলেন, পাঁচলাইশের আইডব্লিউ কলোনির ভিতরে পাহাড় ধসে আহত ৪ জনকে হাসপাতালে আনা হলে দুইজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আনয়নকারীর দেওয়া তথ্যমতে, ভারি বর্ষণের ফলে পাহাড় ধসে পড়ে।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।