ঢাকা, মঙ্গলবার, ২৭ কার্তিক ১৪৩১, ১২ নভেম্বর ২০২৪, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ক্রেতা চাইলে নেই, অভিযানে পর্যাপ্ত ডেঙ্গুর স্যালাইন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
ক্রেতা চাইলে নেই, অভিযানে পর্যাপ্ত ডেঙ্গুর স্যালাইন ...

চট্টগ্রাম: রোগী সেজে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেটের সামনে ডেঙ্গুর ডিএনএস স্যালাইন খুঁজলেন জেলা প্রশাসনের কয়েকজন কর্মচারী। কোনো ওষুধের দোকানে তখন স্যালাইন পাওয়া যায়নি।

কিছুক্ষণ পর সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। তখন সব দোকানেই পর্যাপ্ত পরিমাণ স্যালাইন পাওয়া যায়।
মূলত স্যালাইনের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াতে চাইছে একটি সিন্ডিকেট।

বুধবার (৩০ আগস্ট) বিকেলে জেলা প্রশাসন এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের অভিযানের চিত্র এটি।  

এ সময় চারটি ফার্মেসি থেকে আনুমানিক প্রায় ২ লাখ টাকার অনিবন্ধিত ঔষধ জব্দ করা হয়। এ সময় সাহান মেডিকোকে ২০ হাজার, সবুজ ফার্মেসিকে ১০ হাজার, ইমন মেডিক্যাল হলকে ২০ হাজার এবং পপুলার মেডিসিন কর্নারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভাণ্ডারী হোটেল এবং আল মঞ্জুর হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।  

ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক এসএম সুলতানুল আরেফীন এবং পাঁচলাইশ থানার সাব ইন্সপেক্টর জাকির হোসেন অভিযানে অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।