ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৮, সেপ্টেম্বর ৭, ২০২৩
লোহাগাড়ায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ

চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে উত্তোলিত ৩টি স্তুপে প্রায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।  

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ধইন্যা বিল ছাফুরা খাল থেকে এ বালু উত্তোলন করা হয়।

লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহাজাহান বাংলানিউজকে বলেন, অভিযানের সময় কাউকে পাওয়া যায়নি। পরিবেশের ভারসাম্য রক্ষায় বনবিভাগের জায়গা সুরক্ষিত রাখতে নিয়মিত টহল জোরদার সহ সার্বিক ব্যবস্থা নেওয়ার জন্য বন বিভাগকে  নির্দেশনা প্রদান করা  হয়।

জনস্বার্থে ও জনকল্যাণে  পরিবেশ সুরক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।