ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

স্বর্ণ ব্যবসায়ী হত্যা মামলায় ২ আসামির ৩ দিনের রিমান্ড  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৩
স্বর্ণ ব্যবসায়ী হত্যা মামলায় ২ আসামির ৩ দিনের রিমান্ড   প্রতীকী ছবি।

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজারে স্বর্ণ ব্যবসায়ী সুমন সাহাকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২ জনকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রুমানা আক্তারের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

আসামিরা হলেন- মফিজুর রহমান ও নুর হোসেন।  

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, স্বর্ণ ব্যবসায়ী সুমন শাহকে পিটিয়ে হত্যা মামলায় ২ আসামিকে জিজ্ঞাসাবাদ করতে আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়।

আদালত শুনানি শেষে ২ আসামিকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৭ নভেম্বর দিবাগত রাতে নগরের রিয়াজউদ্দিন বাজারের আরএস টাওয়ার নামের একটি ভবনের দ্বিতীয় তলায় সুমন সাহাকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের মা লিপি রানী সাহার করা মামলায় ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে আসামি মামুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।  

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।