ঢাকা, বৃহস্পতিবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই ২০২৪, ২৬ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শিক্ষক পলাশ আচার্য্যের কিডনি প্রতিস্থাপনে সহায়তার আহ্বান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
শিক্ষক পলাশ আচার্য্যের কিডনি প্রতিস্থাপনে সহায়তার আহ্বান ...

চট্টগ্রাম: নিম্নবিত্ত ও দুস্থ পরিবারের ছাত্র-ছাত্রীদের বিনাবেতনে পড়ানো শিক্ষক পলাশ কান্তি আচার্য্যের দুটি কিডনিই নষ্ট। জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

এ জন্য প্রয়োজন প্রায় ৩০ লাখ টাকা। কিন্তু এ শিক্ষকের পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

লোহাগাড়া উপজেলার দক্ষিণ চুনতি হিন্দু পাড়ার পলাশ আচার্য্যের ২০২৩ সালের মার্চে ২টি কিডনিতে জটিল রোগ ধরা পড়ে। তখন থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত দেশে এবং ভারতে চিকিৎসা বাবদ সাড়ে ১০ লাখ টাকা ব্যয় করেও তিনি সুস্থ হতে পারেননি।

চিকিৎসকরা জানিয়েছেন, তাকে বাঁচাতে হলে আপাতত একটি কিডনি প্রতিস্থাপন জরুরি। বাংলাদেশে ডোনার পেলে খরচ পড়বে ১৫ লাখ টাকা। আর দেশে যদি তা সম্ভব না হয় তাহলে ভারতে গিয়ে চিকিৎসা নিতে খরচ হবে প্রায় ৩০ লাখ টাকা। শিক্ষক পলাশ তাঁর মা, স্ত্রী এবং ৪ সন্তান নিয়ে নগরে ভাড়া বাসায় থাকেন। কিডনি রোগের এ ব্যয়বহুল চিকিৎসা খরচে পরিবারটির আর্থিক অবস্থা খুবই খারাপ। বর্তমানে তার প্রতিষ্ঠিত জিনিয়াস কোচিং হোমও তিনি পরিচালনা করতে পারছেন না, লড়ছেন মৃত্যুর সঙ্গে।  

চিকিৎসার জন্য হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি, তাঁর পরিবার ও শিক্ষার্থীরা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি  (০১৮১৫ ৮৮২৫৭৬) তার সঙ্গে কথা বলা যাবে। এ ছাড়া সোনালী ব্যাংক, চট্টগ্রাম কোর্ট হিল শাখার পলাশ কান্তি আচার্য্য নামে ০০০ ০০০ ২০৮১৮৫৬ হিসাব নম্বরেও সহায়তা পাঠানো যাবে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।