ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হারিয়ে যাওয়া শিশুকে বাবার হাতে তুলে দিল পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৪
হারিয়ে যাওয়া শিশুকে বাবার হাতে তুলে দিল পুলিশ ...

চট্টগ্রাম: নগরীর কোতোয়ালী থানাধীন বিআরটিসি ফলমন্ডি এলাকা থেকে মো. ওমর ফারুক (১১) নামে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৫ ফেব্রুয়ারি) শিশুটিকে উদ্ধার করার পর তার বাবা হাতে তুলে দেওয়া হয়।

ওমর ফারুক ঢাকার আবদুল্লাপুর এলাকার ছোবাহান খানের ছেলে। সে পরিবারের সাথে পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী এলাকায় থাকে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক জানান, বিআরটিসি ফলমন্ডি এলাকায় কান্নাকাটি করার সময় ওমর ফারুক (১১) নামের ওই শিশুকে পাওয়া যায়। এক ব্যক্তি তাকে থানায় নিয়ে যায়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজ নিয়ে শিশুটিকে তার বাবার হাতে তুলে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৪
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।