ঢাকা, শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভবন থেকে লাফ দিয়ে গৃহবধূর আত্মহত্যা  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
ভবন থেকে লাফ দিয়ে গৃহবধূর আত্মহত্যা   ...

চট্টগ্রাম: খুলশী থানাধীন লালখান বাজার এলাকায় একটি ভবনের চতুর্থ তলা থেকে পড়ে তাহমিনা ইকবাল আরশি (৩০) নামের গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে চাঁনমারি রোডের সিরাজ টাওয়ারে এ ঘটনা ঘটে।

 

তাহমিনা ইকবাল আরশি নন্দনকানন এলাকার ইকবাল উদ্দিনের মেয়ে। তার স্বামী মো. আকরাম খাঁন কুমিল্লার একটি পোশাক কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা।

কাজের সুবাদে তারা কুমিল্লাতেই বসবাস করতেন।  

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন,  লালখান বাজার এলাকা থেকে ভবন থেকে পড়ে আহত এক গৃহবধূকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ্ বাংলানিউজকে বলেন, ‘আরশি নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করছি, তিনি ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। তদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে’।  

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৪ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।