চট্টগ্রাম: নিষিদ্ধ এলাকায় ইটভাটার কার্যক্রম পরিচালনা করায় প্যারাগন ব্রিক ফিল্ডকে জরিমানা দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৪ মার্চ) সকালে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের প্যারাগন ব্রিক ফিল্ডে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী।
তিনি বাংলানিউজকে বলেন, নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনা করায় প্যারাগন ব্রিক ফিল্ডকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৮(৩) ও ১৮(২) ধারা লঙ্ঘন করায় এ অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া ওই এলাকায় এ ইটভাটা পরিচালনা করার কারণে জনপরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে।
অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন সজীব, কর্ণফুলী থানার একটি টিম সহযোগিতা করেন।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ৪, ২০২৪
বিই/পিডি/টিসি