ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সেপটিক ট্যাংক বিস্ফোরণ, আহত ৫ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ৭, ২০২৪
সেপটিক ট্যাংক বিস্ফোরণ, আহত ৫ 

চট্টগ্রাম: নগরের আগ্রাবাদে সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

 

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর তিনটার দিকে ইসলামী ব্যাংক হাসপাতালের ভবনের সামনে নালার কাজ করার সময় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ফাহাদ (২০), জহির (২৮), মাসুম (৩০) ও নয়ন (৩১)।

 

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বাংলানিউজকে  বলেন, আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে নালায় কাজ করার সময় বিস্ফোরণজনিত দগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় ৪ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদেরকে ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সবার অবস্থা আশংকাজনক।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ৭, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।