ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে মাইক্রোবাস-রিকশার সংঘর্ষে আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
বোয়ালখালীতে মাইক্রোবাস-রিকশার সংঘর্ষে আহত ৩

চট্টগ্রাম: বোয়ালখালী উপজেলার আরাকান সড়কে মাইক্রোবাস ও রিকশার মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন রিকশার ৩ আরোহী।  

রবিবার (১০ মার্চ) রাত পৌনে ৮টার দিকে উপজেলার আরাকান সড়কের রায়খালী পোল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

আহতরা হলেন, রিকশা চালক মো. রাশেদুল আলম (৩০), রিকশা যাত্রী মো. দিদার ও তার স্ত্রী জিসা আকতার (১৯)। আহতদের বাড়ি উপজেলার পশ্চিম গোমদণ্ডী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আরাকান সড়কে একটি দ্রুত গতির মাইক্রোবাস একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করার সময় ওই রিকশাকে মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়ির ধাক্কায় রিকশার আরোহীরা ছিটকে পড়ে আহত হন।  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফুল আউয়াল সৌরভ বলেন, হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। তবে জিসা আকতারের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।