ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অবৈধ কার্যকলাপের দায়ে তিন প্রতিষ্ঠান সিলগালা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, মার্চ ১১, ২০২৪
অবৈধ কার্যকলাপের দায়ে তিন প্রতিষ্ঠান সিলগালা 

চট্টগ্রাম: ফটিকছড়িতে অসামাজিক কার্যকলাপের দায়ে ঈশা গেস্ট হাউজ, ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতি এবং সিএনজি সমিতির নাম দিয়ে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগে অফিস বন্ধ করে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে উপজেলার হেয়াকো বাজারে এসব অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী।

তিনি বাংলানিউজকে বলেন, কাউকে কোন জরিমানা করা না হলেও এসময় সংশ্লিষ্ট সমিতির সঙ্গে যুক্তদের ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়। এ ধরনের অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।