ঢাকা, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ১০ ডিসেম্বর ২০২৪, ০৭ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় মিনিবাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৪
পটিয়ায় মিনিবাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২ ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: পটিয়ায় মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্তবার (১২ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার সড়কের মনসার টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন-বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকার মো. মামুন (২২) ও একই এলাকার মো. ইমরান (১৬)।  

বিষয়টি নিশ্চিত করে পটিয়া হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) আবদুর রশীদ বাংলানিউজকে বলেন, বিকেলে যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে এবং নিহত দুইজনের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৪
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।