চট্টগ্রাম: নগরের ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা মামলার প্রধান আসামি যুবলীগ নেতা মো.সাদ্দাম হোসেনকে ২ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (২৮ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম নুসরাত জাহান জিনিয়ার আদালত এই আদেশ দেন।
এর আগে ২৪ এপ্রিল চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
মামলার বাদী পক্ষের আইনজীবী চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বাংলানিউজকে বলেন, আসামি মো.সাদ্দাম হোসেনের ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়।
হামলায় আহত সেলিম উল্লাহ চ্যানেল টোয়েন্টিফোর চট্টগ্রাম অফিসের স্টাফ ক্যামেরাপারসন। গত ২১ এপ্রিল রাতে মনসুরাবাদে এ ঘটনার পর পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করে। ২২ এপ্রিল বিকেলে আদালতে হাজিরের পর তারা জামিন পেয়েছেন বলে জানা গেছে। হামলার পর সাদ্দাম হোসেনসহ ৮ জনের নাম উল্লেখ করে ডবলমুরিং থানায় মামলা করেন আহত সেলিম।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
এমআই/টিসি