ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ট্রাক-মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৫ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, মে ২, ২০২৪
ট্রাক-মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৫ 

চট্টগ্রাম: পটিয়ায় ট্রাক-মিনিবাস মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকসহ অনন্ত ৫ জন আহত হয়েছেন। আহত সবাইকে পটিয়া সদর হাসপাতালে চিকিৎসা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (২ মে) সকাল ১০টার দিকে পটিয়া পৌরসভার আমজুর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

আহত ট্রাকচালকের নাম মো. আবদুর রউফ (৩০)।

তিনি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বাসিন্দা। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

পটিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তা সাইদুর রহমান বাংলানিউজকে বলেন, সকাল ১০টার দিকে একটি যাত্রীবাহী মিনিবাস এবং সিমেন্টবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে আমরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। আমরা ট্রাক ও বাস আটক করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মে ২, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।