ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড, একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, মে ৮, ২০২৪
আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড, একজনের মৃত্যু

চট্টগ্রাম: নগরের পাহাড়তলী থানার অলংকার মোড়ে একটি আবাসিক হোটেলে আগুনে আব্দুল বারেক (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (৭ মে) রাতে হোটেল রোজ ভিউ নামে একটি আবাসিক হোটেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আব্দুল বারেক (৫৫), সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। তিনি ওই হোটেলের ৩০৬ নম্বর কক্ষে ছিলেন।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, আগুনের সংবাদ পেয়ে মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় ২ ঘণ্টার চেষ্ঠায় আগুন নেভানো সম্ভব হয়। আগুন নেভানোর পর হোটেলের ৩০৬ নম্বর কক্ষ থেকে আব্দুল বারেককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। হোটেলের কক্ষ থেকে সবাই নামতে পারলেও  আব্দুল বারেক নামতে পারেনি। আগুনে ৪ লাখ ৯০ হাজার টাকার ক্ষয়ক্ষতি এবং ১৮ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মে০৮, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।