ঢাকা, সোমবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে আগুনে পুড়ল ৫ দোকান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, মে ২৪, ২০২৪
বাঁশখালীতে আগুনে পুড়ল ৫ দোকান প্রতীকী ছবি

চট্টগ্রাম: বাঁশখালীতে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় দ্গ্ধ হয়েছেন দুই জন।

 

শুক্রবার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পৌরসভার অলি মিয়ার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।  

জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

মুহূর্তে আগুন ছড়িয়ে পড়লে ৫টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে দগ্ধ দুই জনকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নুরুল বশর বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, মে ২৪, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।