ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় আগুনে পুড়লো ৩ দোকান

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, মে ২৭, ২০২৪
লোহাগাড়ায় আগুনে পুড়লো ৩ দোকান ...

চট্টগ্রাম: লোহাগাড়ার কলাউজানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে গেছে ৩টি দোকান।  

রোববার (২৬ মে) দিবাগত ভোররাত সাড়ে ৩টার দিকে ইউনিয়নের কানুরাম বাজারে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন- রতন নাথ, উজ্জ্বল কান্তি নাথ ও মহিউদ্দিন। রতন কান্তি নাথের কনিকা টেইলার্সের ৮টি সেলাই মেশিন ও কাপড়, উজ্জ্বল কান্তি নাথের গুরুদেব শঙ্খ ভাণ্ডারের ১৫ থেকে ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

মহিউদ্দিনের মোস্তফা ক্লথ স্টোর পুড়ে ৫০ থেকে ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

ইউপি সদস্য মাহমুদুল হক জানান, টেইলার্স থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার মো. শাব্বির জানান, ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মে ২৭, ২০২৪ 
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।