ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ক্যান্সার আক্রান্ত নুসরাত জাহান বাঁচতে চায়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জুন ১০, ২০২৪
ক্যান্সার আক্রান্ত নুসরাত জাহান বাঁচতে চায় ...

চট্টগ্রাম: ৩১ বছরের নুসরাত জাহান গত ১১ মাস ধরে মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তার স্বামী মোহাম্মদ রকিব হাসান বেসরকারি চাকরিজীবী।

তাদের ২২ মাস বয়সী একমাত্র শিশু সন্তান ইনায়াত হাসান, যার সবকিছু তার মা’কে ঘিরে।  

ছোট্ট সাজানো সংসারে হাসিখুশি আর এক বুক স্বপ্ন নিয়ে অতিবাহিত হচ্ছিল তাদের দিন।

এর মধ্যেই ডেঙ্গু জ্বর শঙ্কায় ব্লাড টেস্ট করতে গিয়ে ধরা পরে এই রোগ। শুরু হয় জীবনযুদ্ধ, বেঁচে থাকার লড়াই। এরইমধ্যে তারা সবটুকু দিয়ে চেষ্টা করছে চিকিৎসা চালিয়ে নেওয়ার। সব সঞ্চয়, গয়না, জমি বিক্রির টাকায় এতদিন চিকিৎসা চালিয়েছে। কিন্তু সুস্থ হতে প্রয়োজন বোন-ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন (বিএমটি), যার জন্য দরকার ৩০-৩৫ লাখ টাকা।

এই চিকিৎসা ব্যয় বহন করা তাদের পক্ষে সম্ভব নয়। এ অবস্থায় রকিব হাসান পরিচিত মহল থেকে নানাভাবে আর্থিক অনুদান সংগ্রহ করে যাচ্ছেন, যা চিকিৎসা ব্যয়ের তুলনায় খুবই স্বল্প। তিনি স্ত্রীকে সুস্থ করার প্রয়াসে সকলকে সাহায্যের হাত বাড়িয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

নুসরাত বাঁচাতে চায়, রকিব তার স্ত্রীকে বাঁচাতে চায়। তারা দুজনই চায় তাদের সন্তানকে মা-বাবার ভালোবাসায় আগলে রাখতে। কেউ সরাসরি রোগীর সাথে দেখা করে বিষয়টির সত্যতা যাচাই করতে চাইলে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারবেন।  

যোগাযোগের ঠিকানা: মোহাম্মদ রকিব হাসান, গরিব উল্লাহ হাউসিং সোসাইটি, চট্টগ্রাম। ০১৯১১-৯৫২৪৮৬, ০১৭৭৭-৭৬৬০৬৫।  

সাহায্য পাঠানোর ঠিকানা- বিকাশ/নগদ: +8801911952486
Bank Name: Dutch Bangla bank Limited
Branch: 129-O. R. Nizam Road Branch, Chattogram, Bangladesh
Account Name: Mohammad Rokib Hasan
Account No: 1291510002627
Routing No: 090151480

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুন ১০, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।