ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সৌদি আরবে দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, জুন ১৬, ২০২৪
সৌদি আরবে দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের ...

চট্টগ্রাম: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ রিদওয়ানুল হক হৃদয় (২৫) নামে লোহাগাড়ার এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ জুন) সৌদি সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় রাত ১২টায়) আবাহার মাহাইল এলাকার এক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় উপজেলার চুনতি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মফিজ কোম্পানি পাড়ার আবুল হাসেমের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, রাতে সড়ক পার হবার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দেয়।

এতে তিনি মাথায় আঘাত পান। পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হৃদয় ২ বছর আগে সৌদি আরব গিয়েছিলেন। সেখানে তিনি চাচার দোকানে চাকরি করতেন।

চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল আবেদিন জানান, মরদেহ দেশে আনার ব্যাপারে ইউনিয়ন পরিষদ থেকে সহযোগিতা করা হবে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জুন ১৬, ২০২৪ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।