ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

২ দিনের রিমান্ডে আনসার আল ইসলামের দুই সদস্য 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, জুন ২০, ২০২৪
২ দিনের রিমান্ডে আনসার আল ইসলামের দুই সদস্য  ...

চট্টগ্রাম: কর্ণফুলী থানা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের গ্রেপ্তার দুই সদস্যের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন, মো. আসাদুজ্জামান আসিফ (২২) ও মোহাম্মদ আহাদ (২১)।

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) মো. মফিজুর রহমান বাংলানিউজকে বলেন, নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের গ্রেপ্তার দুই সদস্যের ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়।

আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।  

প্রসঙ্গত, কর্ণফুলী থানার শিকলবাহা এলাকার একটি পরিত্যক্ত বাসা থেকে গত ১৪ জুন জঙ্গি সন্দেহে দুজনকে গ্রেপ্তার করে র‍্যাব-৭। গ্রেপ্তার দুজন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন বলে জানিয়েছেন র‌্যাব-৭।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুন ২০, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।