ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৭ জুন ২০২৪, ১৯ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে আগুনে পুড়ল ৩ বসতঘর 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, জুন ২১, ২০২৪
বাঁশখালীতে আগুনে পুড়ল ৩ বসতঘর  প্রতীকী ছবি

চট্টগ্রাম: বাঁশখালীতে অগ্নিকাণ্ডে তিন বসতঘর পুড়ে গেছে।  

শুক্রবার (২১ জুন) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সরল ইউনিয়নের কাহারঘোনা ৪ নম্বর ওয়ার্ডে বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাঁশখালী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আজাদুল ইসলাম বলেন, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, জুন ২১, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।