ঢাকা, শুক্রবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলীতে ফেরির সঙ্গে নৌকায় ধাক্কা লেগে নিখোঁজ ১

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, জুন ২২, ২০২৪
কর্ণফুলীতে ফেরির সঙ্গে নৌকায় ধাক্কা লেগে নিখোঁজ ১

চট্টগ্রাম: কালুরঘাটে কর্ণফুলী নদীতে ফেরির সঙ্গে ধাক্কা লেগে নৌকা উল্টে আবছার উদ্দিন কাজল নামে এক ব্যক্তি তলিয়ে গেছে।  

শনিবার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

 

নিখোঁজ আবছার উদ্দিন কাজল কর্ণফুলী নদীর পূর্বপ্রান্ত বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী এলাকার বাসিন্দা। তিনি পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নির্বাচিত পরিচালক।

তাকে উদ্ধারে অভিযানে নামে ফায়ার সার্ভিস। প্রায় তিন ঘণ্টা তল্লাশী অভিযানের পর রাত ৯ টার দিকে অভিযান স্থাগিত করে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।  

কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন বাংলানিউজকে বলেন, নৌকা উল্টে দুজন নদীতে পড়ে যাওয়ার পর একজনকে স্থানীয়রা উদ্ধার করেন। নিখোঁজ আরেকজনকে উদ্ধারে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম নদীতে তল্লাশি চালিয়েছে। যেহেতু রাত হয়েছে তাই আজকের মত অভিযান স্থগিত করা হয়েছে। আগামীকাল সকাল থেকে আবারও অভিযান চালানো হবে।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুন ২২, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।