ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কাশির সিরাপের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে সেবন, দুই যুবকের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
কাশির সিরাপের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে সেবন, দুই যুবকের মৃত্যু  ...

চট্টগ্রাম: হাটহাজারীতে কাশির সিরাপের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে সেবনের পর দুই যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২৩ জুন) ভোরে হাটহাজারীর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের (কৃষি ফার্ম) উত্তরে কর্মচারীদের আবাসিক সংলগ্ন এলাকায় তাদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তারা হলেন-হাটহাজারী বাজারের সবজি বিক্রেতা মো. রাসেল (১৮) ও সবজির দোকানের কর্মচারী মো. শাকিল (১৪)।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর উল্লাহ আশেক বাংলানিউজকে বলেন, মুমূর্ষু অবস্থায় ওই দুই যুবককে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের শারীরিক অবস্থা অবনতি হলে চমেক হাসপাতালে প্রেরণ করে। পরে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, দুই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পৃথক দুইটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুন ২৩, ২০২৪ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।