ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের ...

চট্টগ্রাম: নগরের বাকলিয়ায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় মুস্তাকিন (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (২৮ জুন) সকাল ৭টার দিকে বাকলিয়া থানাধীন রাজাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুস্তাকিন কর্ণফুলী থানার শিকলবাহার দকুল হাজি বাড়ির নূর মোহাম্মদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় ওই যুবককে ধাক্কা দিয়ে একটি গাড়ি নতুন ব্রিজ এলাকার দিকে চলে যায়।

এসময় মুস্তাকিন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বাংলানিউজকে বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতাবস্থায় মুস্তাকিন নামের এক তরুণকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনরা মরদেহ নিয়ে যাবেন।  

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুন ২৮, ২০২৪ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।