ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলীতে নানা অপরাধে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
কর্ণফুলীতে নানা অপরাধে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা  ...

চট্টগ্রাম: নানা অপরাধে কর্ণফুলী উপজেলার মইজ্জার টেক এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।  

রোববার (৭ জুলাই) উপজেলার মইজ্জার টেক এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত।

 

তিনি বাংলানিউজকে বলেন, পণ্যের মোড়কে ওজন, পরিমাণ, উৎপাদন, মেয়াদ ব্যবহার না করা, মূল্যের তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি, ডিলিং লাইসেন্স ব্যতীত শিশু খাদ্য বিক্রির অপরাধে নূর সুইটসকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।  

এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি পরিবেশন করায়  ফুলকলিকে ৫ হাজার টাকা, ডিলিং লাইসেন্স ছাড়া রড, সিমেন্ট, টিন বিক্রি করায় মেসার্স হাজী এস ইসলাম ট্রেডার্সকে ৫ হাজার টাকা,  মোহাম্মদিয়া এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, এন ইসলাম এন্ড সন্স এন্টারপ্রাইজকে ৫ হাজার জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।