ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ময়লার ভাগাড়ে মিললো মানবভ্রূণ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, জুলাই ১০, ২০২৪
ময়লার ভাগাড়ে মিললো মানবভ্রূণ ...

চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন তুলাতলি এলাকার একটি ময়লার ভাগাড় থেকে মানবভ্রূণ উদ্ধার করেছে পুলিশ।  

বুধবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে থানা পুলিশ ঘটনাস্থালে গিয়ে ভ্রূণটি উদ্ধার করে বলে জানান উপ পরিদর্শক (এসআই) আবুল হোসেন।

পরে স্থানীয়দের সহায়তায় সেটি কবর দেওয়া হয়।  

আবুল হোসেন বাংলানিউজকে জানান, একটি মানবভ্রূণ উদ্ধার করা হয়।

এটি সুরতহাল করার মতো অবস্থায়ও ছিল না। ভ্রুণটির ওজন এক কেজির মতো হবে। অবৈধ গর্ভপাতের পর ভ্রূণ ভাগাড়ে ফেলে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।
 
এর আগে চলতি বছরের ১৪ মে পূর্ব নাছিরাবাদ আপন নিবাসের ফটকের সামনে ময়লার ভাগাড় থেকে দুটি মানবভ্রূণ উদ্ধার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুলাই ১০, ২০২৪
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।