ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কোটা আন্দোলনকে মুক্তিযুদ্ধ বিরোধীদের মঞ্চ বানাবেন না

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৪
কোটা আন্দোলনকে মুক্তিযুদ্ধ বিরোধীদের মঞ্চ বানাবেন না

চট্টগ্রাম: কোটা আন্দোলনকে মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তির রাজনৈতিক মঞ্চ বানিয়ে বাঙালির জাতীয় জীবনের শ্রেষ্ঠ  অর্জন মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অসম্মান না করার জন‍্য আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছেন ‘মুক্তিযুদ্ধের প্রজন্ম’ নামে একটি সংগঠন।  
 
পাশাপাশি সর্বোচ্চ আদালতের রায়ের আলোকে একটি যৌক্তিক সমাধানের জন‍্য সরকারের প্রতি আহবান জানানো হয়।

শুক্রবার (১২ জুলাই) বিকেলে নগরীর লালদীঘি পাড়স্থ সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি আবদুল মালেক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব কথা বলেন বক্তারা।

সভায় আরও বক্তব্য দেন, সংগঠনের এক্সিকিউটিভ কাউন্সিলের সদস‍্য সচিব নূরে আলম সিদ্দিকী, কার্যনির্বাহী সভাপতি অ্যাডভোকেট সাইফুন নাহার খুশী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশেক মাহমুদ মামুন, সহ সভাপতি কামাল উদ্দিন, রাজীব চন্দ, ইঞ্জিনিয়ার ইয়াকুব মুন্না, শিলা চৌধুরী, যুগ্ম সম্পাদক দীপন দাশ, মোস্তাফিজ বিপ্লব, মাহি আল জিসা, ইলিয়াস হায়দার, সাংগঠনিক সম্পাদক নবী হোসেন সালাউদ্দিন, সম্পাদক মন্ডলীর সদস্য কোহিনুর আকতার, এম এ খালেক, আবদুর রহিম, মফিজুর রহমান, এস এম রাফি, জহির খান, রঞ্জন রাতুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।