ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজন ...

চট্টগ্রাম: শোভাযাত্রাসহ বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে উদযাপিত হলো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। শোভাযাত্রায় ছিল বর্ণিল সাজের ঘোড়ার গাড়ি, ব্যান্ডপার্টি, বেলুন, ফেস্টুন।

কোতোয়ালীর মোড়, লালদীঘির পাড় ঘুরে শোভাযাত্রাটি বাজুস কার্যালয়ের সামনে আসে। এ বছর প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ‘গহনায় হোক প্রযুক্তির ছোঁয়া’।
 
 
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০টায় বাজুস চট্টগ্রাম কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজ। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।  

চেম্বার সভাপতি বলেন, জন্মবার্ষিকী, বিবাহবার্ষিকীসহ অলংকারের সঙ্গে মানুষের সোনালি স্মৃতি জড়িত থাকে। বাংলাদেশের জুয়েলারি শিল্প কিছু বছর ধরে দেখছি বহির্বিশ্বের মতো অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পখাতে পরিণত হয়েছে। আমরা প্রতিবেশী দেশ ভারতের দিকে তাকালে দেখি, জুয়েলারি শিল্পের ওপর তাদের বিভিন্ন রাজ্যের গ্রোথ বাড়ছে। এ শিল্পে দেশি কারিগরদের দক্ষতার সঙ্গে আধুনিক টেকনিক, প্রযুক্তিগুলো কাজে লাগাতে হবে।  

তিনি বলেন, বাজুসের সম্মানিত প্রেসিডেন্ট আনভীর সাহেব এ শিল্পের নেতৃত্ব দিচ্ছেন। তাঁর সুনেতৃত্বের কারণে এখন গোল্ড রিফাইনারির চিন্তা করছেন। এটা আগে কল্পনার বাইরে ছিল। দেশের জুয়েলারি শিল্প ভেরি স্ট্রং ও স্টাবলিশড জুয়েলারি মার্কেট ভবিষ্যতে দেখতে পারে। ভারতে এ শিল্পে এত বিনিয়োগ করা হচ্ছে, আমাদের কেন নয়? আড়াইশ-তিনশ’ বছর আগেও বাংলার মাটিতেই সবচেয়ে এক্সপেনসিভ, এক্সক্লুসিভ জুয়েলারি বানানো হতো। নানা কারণে আমরা সেগুলো হারিয়েছি। আমি মনে করি বাজুসের হাত ধরেই জুয়েলারি শিল্পের হারানো গৌরব ফিরে আসবে।   

বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি মৃণাল কান্তি ধর, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ও সুবাস ধর।  

মৃণাল কান্তি ধর বলেন, বাজুসের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর সাহেবের নেতৃত্বে দেশের জুয়েলারি শিল্প এগিয়ে যাচ্ছে। আগে বাজুস কয়েকটি জেলায় প্রোগ্রাম করলেও এখন সারাদেশে বাজুস কাজ করছে।  

সভাপতি যীশু বণিক বলেন, বাজুস প্রেসিডেন্টের নেতৃত্বে সারাদেশের জুয়েলারি ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ। জুয়েলারি ব্যবসায়ীদের সজাগ থাকতে হবে যেন কোথাও আমাদের সম্মানহানি না হয়।

স্বাগত বক্তব্য দেন বাজুস চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক প্রণব সাহা।

চেম্বার সভাপতিকে স্মারক উপহার দেন বাজুস চট্টগ্রাম শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক। অনুষ্ঠানের আহ্বায়ক শিমু রানি দেব ও সদস্যসচিব অলক পোদ্দারকে ফুলেল শুভেচ্ছা জানান সভাপতি যীশু বণিক।

অনুষ্ঠানমালায় অংশ নেন বাজুস চট্টগ্রামের সহ-সভাপতি দিলীপ কুমার ধর, সিদুল কান্তি ধর, হারাধন মহাজন, মো. শাহজাহান সিদ্দিকী, প্রদীপ গুহ, সুজিত কুমার ধর, সহ সম্পাদক রাজীব ধর তমাল, অমিত ধর, বিপ্লব কান্তি ধর, কাজল বণিক, রঞ্জন ধর, সত্য কুমার ধর, মিন্টু ধর, গোপীনাথ ধর, কোষাধ্যক্ষ শম্ভু ধর, কার্যকরী সদস্য সুমন ধর, নয়ন কুমার ধর, রাজীব ধর, প্রদীপ বণিক, শান্তনু বণিক, মিনা নাথ ধর, মন্টু চন্দ্র সরকার প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।