ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বহদ্দারহাটে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
বহদ্দারহাটে  ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: নগরের বহদ্দারহাটে অবস্থান নেওয়া আন্দোলনকারী ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন হলেন তানভীর আহমেদ।

অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

এছাড়া সংঘর্ষে আহত তিন পুলিশ সদস্যকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ৩ পুলিশ সদস্যের মধ্যে দুই জন হলেন সামিয়া ও নুরউদ্দিন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ২টার দিকে বহদ্দারহাট মোড়ে কোটাবিরোধী আন্দোলনকারীরা অবস্থান নিলে এ সংঘর্ষ শুরু হয়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হলে তাদের মৃত ঘোষণা করা হয়। এছাড়া আহত তিন পুলিশ সদস্যকে  ভর্তি করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, কোটা আন্দোলনকারীদের তোপের মুখে পুলিশ সদস্যদের পিছু হটতে দেখা যায়। প্রায় আধ ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় বহদ্দারহাটের পুলিশ বক্সে আগুন দেয় আন্দোকারীরা। একপর্যায়ে চাঁন্দগাও থানার সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এরপরই থানায় হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ-ছাত্রলীগের সঙ্গে ফের ত্রিমুখী সংঘর্ষ বাঁধে আন্দোলনকারীদের।

এর আগে গত ১৬ জুলাই মুরাদপুরে শিক্ষার্থী-ছাত্রলীগ সংঘর্ষে তিন জন নিহত হয়।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।