ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মুরাদপুরে নিহত ফারুকের সন্তানদের লেখাপড়া করাবেন মেয়র রেজাউল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৪
মুরাদপুরে নিহত ফারুকের সন্তানদের লেখাপড়া করাবেন মেয়র রেজাউল ...

চট্টগ্রাম: কোটা সংস্কার আন্দোলনকালে মুরাদপুরের সহিংসতায় দুর্বৃত্তদের গুলিতে নিহত ফার্নিচার মিস্ত্রি মো. ফারুকের পরিবারকে অর্থ সহায়তা দিয়েছেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি ফারুকের সন্তানদের লেখাপড়ার দায়িত্বও নিয়েছেন।

শুক্রবার (২৬ জুলাই) বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন চসিকের জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ।

তিনি জানান, নিহত ফারুকের পরিবার শুক্রবার মেয়রের বাসভবনে দেখা করতে যান।

তখন মেয়র অর্থ সহায়তার পাশাপাশি ফারুকের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।

তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনকে অবলম্বন করে জামায়াত-বিএনপির সহিংসতায় নিহতদের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে শুক্রবার বাদজুমা বহদ্দারহাট শাহি জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন মেয়র।

মাহফিলে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারাসহ সাধারণ মুসল্লিরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।