ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কোটা আন্দোলন: চট্টগ্রামে ৩১ মামলায় গ্রেপ্তার ৯২০

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৪
কোটা আন্দোলন: চট্টগ্রামে ৩১ মামলায় গ্রেপ্তার ৯২০ ...

চট্টগ্রাম: কোটা সংস্কার আন্দোলন চলাকালে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  

এনিয়ে বিভিন্ন মামলায় গত ১৩ দিনে নগরে মোট ৫৩২ জন গ্রেপ্তার হলেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বাংলানিউজকে বলেন, গত ২৪ ঘণ্টায় নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।

সবমিলিয়ে নগরের ২০টি মামলায় ৫৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 সর্বশেষ নগরের পাঁচলাইশ থানায় দায়েরকৃত মামলায় ৫০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।

অপরদিকে জেলায় গ্রেপ্তার হয়েছে ৭ জন।  চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, কোটা আন্দোলন ঘিরে হামলা, ভাঙচুরের ঘটনায় ১১টি মামলা করা হয়েছে। এসব মামলায় গত ২৪ ঘণ্টায় ৭ জনসহ মোট ৩৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৪
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।