ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কোটা সংস্কার আন্দোলনে শহীদদের প্রতি সাউদার্ন ইউনিভার্সিটির শ্রদ্ধা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৪
কোটা সংস্কার আন্দোলনে শহীদদের প্রতি সাউদার্ন ইউনিভার্সিটির শ্রদ্ধা ...

চট্টগ্রাম: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রম নিয়ে জরুরি সভা রোববার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  

সভার শুরুতেই জুলাই-আগস্ট ২০২৪ এর ছাত্র জনতার আন্দোলনে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

শোক প্রস্তাবে শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয় এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী, ব্যবসায় প্রশাসন বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. সালেহ জহুর, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. শওকতুল মেহের, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রকৌশলী ড. মোজাম্মেল হক, পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিজয় শংকর বড়ুয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ.এফ. এম মোদাচ্ছের আলী, প্রক্টর এস কে হাবিবুল্লাহ, ফার্মেসি বিভাগের প্রধান আইরিন সুলতানা, সিএসই বিভাগের প্রধান জমির আহমেদ, ইইই ও ইসিই বিভাগের প্রধান ফাহমিদা শারমিন জুঁই, পুরকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী আবুল হাসান, ইংরেজি বিভাগের প্রধান আরমান হোসেন, আইন বিভাগের প্রধান সুরাইয়া মমতাজ, ইসলামিক শিক্ষা বিভাগের প্রধান ড. মোহাম্মদ নুরুন্নবী এবং সাধারণ শিক্ষা বিভাগের প্রধান জমির উদ্দিন।

সভায় সাম্প্রতিক পরিস্থিতি, শ্রেণি কার্যক্রম শুরু ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।