ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মাছে রং দেওয়ায় ৩ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৪
মাছে রং দেওয়ায় ৩ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম: সামুদ্রিক মাছে রং দেওয়ায় নগরের চকবাজারের মাছ বিক্রেতা শাহজাহানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

রোববার (১ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা ও ছাত্র-জনতার সমন্বয়ে পরিচালিত অভিযানে রং মেশানোর বিষয়টি ধরা পড়ে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার  লক্ষ্যে  এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।  

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেবনাথ এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার।

ফয়েজ উল্যাহ বাংলানিউজকে জানান, সামুদ্রিক মাছের পচাভাব দূর করে ক্রেতাদের সামনে চকচকে ও তাজা দেখাতে কৃত্রিম রং মেশানোর বিষয়টি ধরা পড়েছে। এসব কৃত্রিম রং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই আমরা সতর্ক করেছি।  

অভিযানে ইলিয়াসের মাংসের দোকানকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ১ হাজার টাকা, খাজা মাংস বিতানকে ২ হাজার টাকা, বিনিময় স্টোরে মেয়াদোত্তীর্ণ ও এমআরপি (সর্বোচ্চ খুচরা মূল্য) বিহীন পণ্য বিক্রির জন্য রাখায় ১০ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়েছে।  

জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এরূপ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফয়েজ উল্যাহ।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।