চট্টগ্রাম: নগরের পতেঙ্গায় বন্দরের ৭ নম্বর ডলফিন জেটির অদূরে 'বাংলার জ্যোতি' নামের একটি অয়েল ট্যাংকারের অগ্নিকাণ্ডে ৩ জনের মরদেহ পাওয়া গেছে।
তারা হলেন- বিএসসির নিজস্ব মেরিন ওয়ার্কশপের চার্জম্যান চট্টগ্রামের নুরুল ইসলাম, ২৫-৩০ বছর ধরে বিএসসিতে ডেইলিবেসিস কাজ করা কিশোরগঞ্জের মো. হারুণ, বরিশাল মেরিন একাডেমি থেকে পাস করে বের হওয়া ঝিনাইদহের ক্যাডেট সৌরভ কুমার সাহা।
বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা।
সোমবার সকাল পৌনে ১১টার দিকে আগুন লাগে অপরিশোধিত তেলবাহী রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) পুরোনো এ ট্যাংকারে।
আগুন নেভাতে কাজ করে নৌবাহিনী, কোস্টগার্ড, বন্দর ও ফায়ার সার্ভিস।
সূত্র জানায়, ওই ট্যাংকার থেকে এক ঘণ্টা তেল খালাস করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আপডেট ১৯১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
এআর/পিডি/টিসি